শেখ সালমান আহমেদ, মধুখালী প্রতিনিধিঃ গত ১৯/০৪/২০২৩ খ্রিঃ তারিখ বেলা অনুমান ১২.০০ ঘটিকার সময় মধুখালী থানাধীন মথুরাপুর সাকিনের মান্দারতোলা খালের ব্রিজ সংলগ্ন ইটের সলিং রাস্তার উপর অজ্ঞাতনামা একটি মৃতদেহ পাওয়া যায়। অজ্ঞাতনামা মৃতদেহ সনাক্ত করার জন্য মধুখালী থানার ফেসবুক পেইজে প্রচার করা হয়। মধুখালী থানার ফেসবুক পেইজের মাধ্যমে সংবাদ পেয়ে মঞ্জুয়ারা আক্তার(৩৪), স্বামী-মৃত উজ্জল সরদার, গ্রাম-তুয়ারডাঙ্গা, ইউপি-খাজরা, থানা-আশাশুনি, জেলা- সাতক্ষীরা ও তার নিকট আত্মীয় স্বজন লাশটি মোঃ উজ্জ্বল(৪৮), পিতা-জুবায়েদ হোসেন সরদার, মাতা-মনোয়ারা বেগম, গ্রাম-তুয়ারডাঙ্গা, ইউপি-খাজরা, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা মর্মে সনাক্ত করে। ডিসিস্ট মোঃ উজ্জল স্ব-পরিবারে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় ভাড়া বাসায় বসবাস এবং প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ ঘটানায় মধুখালী থানার একটি চৌকষ টিম তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় আসামী নূর মোহাম্মদ তপুকে ২৪/০৪/২০১৩ খ্রিঃ তারিখ বেলা অনুমান ১২.০০ ঘটিকার সময় দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন দাউদপুর গ্রামে তার শ্বশুর বাড়ি হতে গ্রেফতার করা হয়। আসামী সাব্বির শেখকে ২৫/০৪/২023 খ্রিঃ তারিখ রাত ০২.০০ ঘটিকার সময় কাশিয়ানী থানাধীন বাগঝাপা গ্রাম হতে এবং রানা মোল্যা(২২), পিতা-মিন্টু মোল্যা, মাতা-জোছনা বেগম, সাং-উঁচু মাজরা, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জকে একই তারিখ রাত ০২:৩০ ঘটিকার সময় নিচু মাজরা এলাকা হতে গ্রেফতার করা হয়। চোরাই প্রাইভেটকার ক্রয়-বিক্রয় চক্রের সদস্য মুজিবুল ইসলাম সাইফ(৩০), পিতা- মনিরুজ্জামান, সাং-হাড়াভাঙ্গা, থানা-গাংনী, জেলা-মেহেরপুরকে অদ্য ২৫/০৪/2023 খ্রিঃ তারিখ মধুখালী রেলগেট হতে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, লুন্ঠিত প্রাইভেটকারটি গত ১৯/০৪/২০১৩ খ্রিঃ তারিখ ঢাকার কাফরুল থানাধীন আয়ুরবেদিক কলেজ এর গ্যারেজ হতে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের ভাষ্যমতে জানা যায়, গত ১৮/04/2023 তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় আন্তঃজেলা গাড়ি ছিনতাই চক্রের সদস্য নূর মোহাম্মদ তপু(৩৩) এবং মোঃ আরাফাত মোল্যা(৩৩) প্রাইভেটকার চালক মোঃ উজ্জলকে ভাড়ার কথা বলে ঢাকার বাইপাইল হতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার উদ্দেশ্যে রওনা করে। কাশিয়ানী হতে তাদের সাথে অপর সহযোগী সাব্বির শেখ(১৯) যোগ দেয়। তারা কৌশলে কাশিয়ানী থানাধীন মাঝিগাতি স্ট্যান্ডে একটি রেস্টুরেন্টে ইফতারের সময় লাচ্চীর সাথে ঘুমের ঔষুধ মিশিয়ে প্রাইভেটকার চালক মোঃ উজ্জ্বলকে পান করায়। এরপর আসামীরা মধুখালীর উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে তারা দোকান হতে রশি কেনে। মোঃ উজ্জল শেখ ঘুমের ঔষুধের কারণে কিছুটা অচেতন হলে আসামী নূর মোহাম্মদ তপু, আরাফাত মোল্যা ও সাব্বির শেখ গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে এবং মৃত্যু নিশ্চিত করার জন্য ধারালো ছোরা দ্বারা বুকের বাম পাশে ০৬টি আঘাত করে। অতপর আসামীরা প্রাইভেটকারটি ছিনতাই করে ঢাকা নিয়ে চলে যায়। মধুখালী থানা পুলিশের চৌকশ টিম ঘটনার সাথে জড়িত ০৪জন আসামী গ্রেফতার। ছিনতাইকৃত প্রাইভেটকার ও ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করেন।