মধুখালী উপজেলা প্রতিনিধিঃফরিদপুরের মধুখালী উপজেলায় বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামের এক প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করে ৩২ নং ওয়ার্ড ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা, মোঃ ইলিয়াস মুন্সী। এ খেলার সভাপতিত্ব করে এম এ কালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদের সদস্য, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ, মধুখালী শাখা, মির্জা আহসানুজ্জামান আজাউল। উদ্বোধন করেন বাগাট ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, জনাব মতিয়ার রহমান খান। এছাড়াও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে, মিটাইন, বনাম জাহাপুর। খেলায় রান করেন জাহাপুর- ২০৫ এবং মিটাইন- ১৭৫ উক্ত খেলায় বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করেন মির্জা আহসানুজ্জামান আজাউল