শেখ সালমান আহমেদ, মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে গোল্ডেন লাইন বাস এবং এস এ পরিবহনের কাভার্ড ভ্যান এর মুখোমুখি দূর্ঘটনায় চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ জন। ০৬ জুলাই বৃহস্পতিবার সকাল ৭ টায় মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ঢাকা – মাগুরা মহসড়কে গড়িয়াদহ মোড়ে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র মোতাবেক জানা যায়, গড়িয়াদহ মোড় এলাকায় মাগুরার দিক থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইনের একটি বাস যার রেজিস্ট্রেশন নাম্বার “ঢাকা মেট্রো ব -১৫ – ৬০১৫” এবং ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি বাস এস এ পরিবহনের একটি কাভার্ড ভ্যান যার রেজিস্ট্রেশন নাম্বার ” ঢাকা মেট্রো উ – ১৪ – ১২৭৩” ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষে পতিত হয়। এসময় কাভার্ড ভ্যানের চালক মোঃ রাসেল শেখ (৩৫) পিতাঃ মোঃ আলী। সাং চরকান্দা, থানাঃ কোম্পানিগঞ্জ এবং সেলস্ সুপারভাইজার মোঃ নূরনবী (৫৫) পিতাঃ মৃতঃ আরিফুর রহমান, সাং নাউরি, থানাঃ সোনামুড়ি। উভয় জেলা নোয়াখালী আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোঃ রাসেল শেখ (৫৫) কে মৃত ঘোষণা করে। এবং আহত সেলস্ সুপারভাইজার নুরনবী কে চিকিৎসা প্রদান করা হয়। তবে গোল্ডেন লাইন পরিবহনের ড্রাইভার, হেলপার, সুপারভাইজার বা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর থেকে বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। সংবাদ পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস ও করিমপুর হাইওয়ে থানা পুলিশ তাদের কার্যক্রম পরিচালনা করেন। এসময় দূর্ঘটনা কবলিত বাস, কাভার্ড ভ্যান ও নিহত রাসেল শেখ এর লাশ করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।