বাইক এক্সিডেন্টে ঝরে গেল বাগাটের তিনটি যুবকের প্রাণ,গত ১৬/০৫/২০২৩ ইং তারিখ সন্ধ্যার সময় ঝড়ের কবলে পড়ে ঢাকা – খুলনা মহা সড়কের ফরিদপুরের মধুখালির বাগাট বাজারের পশ্চিমে বাগাট ফজিলাতুন্নেসা মহিলা মাদ্রাসার সামনে, স্থানীয় সূত্র থেকে জানা গেছে, একটা গাছ পড়ে যাওয়ায় সাইড দিতে গিয়ে অন্য গাড়িতে এসে একই মোটরসাইকেলে তিনজন আরোহী কে আঘাত করে চলে যায়। তিনটা দেহই মাটিতে নিথর হয়ে পড়ে থাকে। তিনজনেরই বাড়ি বাগাট বাজারের অদূরে বাগাট বিশ্বাস পাড়া ও বাগাট সর্দারপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাগাট বাজারের পশ্চিমে বাগাট ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসার সামনে।আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন।