দেশ জাতির কল্যাণে নিবেদিত প্রকৃত সাংবাদিকতার সংগঠন- শীর্ষক স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে নবীন প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে ‘ফুলবাড়ী মডেল প্রেসক্লাব’ নামের এক সাংবাদিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন সিনিয়র সাংবাদিক ইউনুছ আলী আনন্দ।
বুধবার ফুলবাড়ী মডেল প্রেসক্লাব কার্যালয়ে ইফতার মাহফিলের মাধ্যমে এ সংগঠনের কার্যকরী কমিটি প্রকাশ করা হয়। কমিটি প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্যকরী সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করেন ফুলবাড়ী উপজেলার সিনিয়র সাংবাদিক দৈনিক আজকের পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি আমিনুল ইসলাম।
এর আগে ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক দৈনিক বায়ান্নর আলো ফুলবাড়ী প্রতিনিধি সাংবাদিক ইউসূফ আলী সংগ্রামী উপজেলার সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলামকে ফুলের মালা পরিয়ে সম্মাননা জানান।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা দৈনিক যায়যায়দিন এর ফুলবাড়ী প্রতিনিধি ইউনুছ আলী আনন্দ, সহ-সভাপতি দৈনিক দেশান্তর এর ফুলবাড়ী প্রতিনিধি মমিনুল ইসলাম, সহ সভাপতি দৈনিক নতুন স্বপ্ন এর ফুলবাড়ী প্রতিনিধি লুৎফর রহমান সরকার, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক জবাবদিহি-এর ফুলবাড়ী প্রতিনিধি নাজমুল হুদা।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আজকের প্রত্যাশা ফুলবাড়ী প্রতিনিধি আরিফিন মোস্তারী, সাংগঠনিক সম্পাদক দৈনিক দেশ এর ফুলবাড়ী প্রতিনিধি সবুজ মিয়া, প্রচার সম্পাদক দৈনিক আমার কথা প্রতিনিধি মুহছিনূন রহমান উৎসব, দপ্তর সম্পাদক সাপ্তাহিক গণ কথা ফুলবাড়ী প্রতিনিধি আবেদ আলী, কোষাধ্যক্ষ দৈনিক দেশ সেবা ফুলবাড়ী প্রতিনিধি মাইদুল ইসলাম, সাধারন সদস্য মোস্তফা শাহরিয়ার রাসেল নির্বাচিত হয়েছেন।
উপজেলার সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের নবনির্বাচিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা এলাকার উন্নয়নে কাজ করবে। তারা এলাকার গুনি মানুষদের সম্মাননা দিয়ে নিজেদের ভালো অবস্থান প্রকাশ করবে এই প্রত্যাশা করছি।
এ সময় তিনি ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান। পাশাপাশি নিউজের ক্ষেত্রে কেউ যেন অন্যায়ভাবে ক্ষতির শিকার না হয় সেই দিক বিবেচনা নিউজ আহবান জানান।
এর আগে স্বাধীনতার মাস মার্চ এ ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা করা হয়। কার্যকরী কমিটি আগামী ৫ বছর ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের দায়িত্ব পালন করবেন। ৫ বছর পর কমিটির মেয়াদ শেষ হলে ভোটের মাধ্যমে সংগঠনের গঠনতান্ত্রিক ধারায় পরবর্তী নতুন কার্যকরী কমিটি গঠন করা হবে।