নিজস্ব প্রতিনিধিঃতুচ্ছ নয় রক্ত দান, বাঁচতে পারে একটি প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে আলোর সেচ্ছাসেবী রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সেচ্ছাসেবী মিলন মেলা উপলক্ষে ২৩জানুয়ারি সোমবার চন্দ্রবাজ রসিদা বেগম শিক্ষা কমপ্লেক্সে কুরআন তেলাওয়াত, কেককাটা,খেলাধুলা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে ।
আলোচনা সভায় ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজার সভাপতিত্বে,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি,চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোশারফ হোসেন,পল্লী বিদ্যুতের (ডিজিএম) জয় প্রকাশ নন্দী, জামালপুর পল্লী বিদ্যুৎ বোর্ডের সভাপতি মেজবাউল হক তুহিন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান মুখলেসুর রহমান জুয়েল তালুকদার, আলোর সেচ্ছাসেবী রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজীব সহ অনেকেই।