নিজস্ব প্রতিনিধি :জামালপুরের বকশীগঞ্জে মরহুম সাংবাদিক সাইফুল ইসলামের স্মরণে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সাইফুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ২০ জানুয়ারি শুক্রবার ক্যাফে নিরিবিলিতে বাদ আছর বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন নূর মসজিদের মোয়াজ্জেম হাফেজ মোঃ মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন,ভোরের কাগজের সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক আল মোজাহিদ বাবু, সাংবাদিক মাহবুর রহমান ময়ুর, শাহনাজ পারভিন, নাজমুল রানা, রায়হান, আরাফাত ইয়াছির, মরহুম সাংবাদিক সাইফুলের পিতা আনোয়ার হোসেনসহ আরো অনেকেই। দোয়া ও মিলাদ মাহফিল শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।