বকশীগঞ্জ অ্যাথলেটিকস প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ
বকশীগঞ্জ( জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৪জানুয়ারি মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে অ্যাথলেটিকস প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুন মুন জাহান লিজার সভাপতিত্বে, উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আতাউর রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক,সাবেক উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, পল্লীবিদ্যুতের (ডিজিএম) জয় প্রকাশ নন্দী, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মফিজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরুয়ার আলম, নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকিসহ অনেকেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া
সংস্থা সভাপতি মুন মুন জাহান লিজা জানান ইউনিয়ন পর্যায়ে বিজয়ীদের থেকে উপজেলা পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান উপজেলা থেকে বিজয়ীরা জেলা পর্যায়ে পরে বিভাগীয় পর্যায়ে ও জাতীয় পর্যায়ে খেলবে।