রাজিবপুর প্রতিনিধিঃ সরকারি অফিস কক্ষে বঙ্গবন্ধুর ছবি না থাকায় প্রতিবাদ করায় রাষ্টদ্রোহী মামলায় মুক্তি পেয়েছে বিশিষ্ট কলমযোদ্ধা মনফ বিদ্যুত সরকার। গত সোমবার চিফ জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালত কুড়িগ্রাম। মেজিস্ট্রেট আলমগীর কবির শিপন এ রায় দেন।
এর আগে তেসরা-মার্চ-২০১৯ খ্রিস্টাব্দে চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ এই মামলাটি করেন। মামলায় উল্লেখ করা হয় মনফ বিদ্যুত সরকার সরকারি অফিস কক্ষ ভাংচুর করে।
এ ব্যাপারে মনফ বিদ্যুত সরকার বলেন, এই মামলাটি ছিলো সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন এ কারণ আদালত আমাকে মুক্তি দিয়েছে। মিথ্যা ও ভিত্তিহীন মামলায় আমাকে দীর্ঘদিন জেলে ও খাটতে হয়েছে।
তিনি আরো বলেন রাজিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স রোগীদের খোঁজ খবর নিতে গিয়ে দেখি বেডগুলোর বেহাল দশা যার কারণে অফিস কক্ষে অভিযোগ জানাতে গিয়ে দেখি সাংবিধানিক ভাবে সরকারি অফিস কক্ষে বঙ্গবন্ধুর ছবি থাকার কথা কিন্তু সেখানে ছবি নেই বঙ্গবন্ধুর ছবি না থাকার কারণে প্রতিবাদ জানাই। এ কারনেই তারা আমার বিরুদ্ধে মামলা করেন। কিন্তু বিগ্য আদালত সমস্থ স্বাক্ষ প্রমানের ভিত্তিতে গত সোমবার আমাকে নিঃশর্ত মুক্তি দিয়েছে। এই মিথ্যা মামলার কারণে আমার যে অপুর নিও ক্ষতি ও মানহানি হয়েছে। সে জন্য তিনি বিগ্য আদালতে মানহানি ও ক্ষতিপূরণের মামলা করবেন বলেও জানিয়েছেন।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও যোগাযোগ করা যায়নি।