রাকিব চৌধুরী, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবির) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও কাউন্সিল সদস্যরা।
আজ শনিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এসময় , আই নবনির্বাচিত প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর, আই উইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মনজুরুল হক, একই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পুস্পার্পন করেন আইইবির নবনির্বাচিত মহিলা কমিটির চেয়ারপার্সন ইয়াসমিন রহমান,কো-চেয়ারপারসন মাকসুদা আহমেদ চাঁদনী, খন্দকার জেবা, পারভিন সুলতানা সহ অনেকেই উপস্থিত ছিলেন ।