রাকিব চৌধুরী, গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কর্ণফুলী উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করছেন।শনিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। একসময় কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি নাজিমুদ্দিন হায়দার ও সাধারণ সম্পাদক সেলিম হক উপস্থিত ছিলেন।