নিজস্ব প্রতিবেদক:আজ ২১ মে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র তিনি, বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার ছেলে। ১৯৮০ সালের এই দিনে লন্ডনে জন্মগ্রহণ করেন রাদওয়ান মুজিব সিদ্দিক।বিশ্বখ্যাত লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে স্নাতক ও কমপ্যারেটিভ পলিটিক্স বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করা রাদওয়ান মুজিব সিদ্দিক বর্তমানে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই’র ট্রাস্টি এবং হেড অব স্ট্রাটেজি অ্যান্ড প্রোগ্রাম হিসেবে দায়িত্বপালন করছেন। এছাড়া তিনি হোয়াইটবোর্ড নামে একটি
আন্তর্জাতিক মানসম্মত ইংরেজি ম্যাগাজিনের সম্পাদক।
গভর্নমেন্ট অ্যান্ড হিস্টরি, পলিটিক্যাল থিওরিজ, ইন্টারন্যাশনাল হিস্টরি, কমপেয়ারেটিভ পলিটিক্স, কনফ্লিক্ট অ্যান্ড রেগুলেশন অ্যান্ড ডেমোক্রেসি এগুলোই ছিলো রাদোয়ান মুজিব সিদ্দিকের শিক্ষাজীবনের প্রধান পাঠ। রাদওয়ান মুজিবের নির্দেশনায় ‘মুজিব’ নামের একটি শিশুতোষ প্রকাশনা নিয়মিত প্রকাশিত হচ্ছে যাতে কার্টুন চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জীবনী। এই প্রকাশনার মধ্য দিয়ে ছোট ছোট শিশুদের কাছে জাতির জনককে পরিচিত করে তুলছেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সপরিবারে হত্যা করা হয় তখন শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান। পরে শেখ হাসিনা দেশে ফিরে রাজনীতি ও আরও পরে দেশের হাল ধরলেও শেখ রেহানা লন্ডনেই থেকে যান। সেই নির্বাসনে থাকার সময় রাদওয়ান মুজিব সিদ্দিকের জন্ম।