আয়শা আক্তার
আয়শা, তমা, সবাই এসেছে, বড়ই গাছের তলে
তমা বলে বড়ই খাব না সরস্বতী পূজার আগে।
আমি বললাম লবণ এনেছি খাব না কেন তবে? এদিক তাকায়, ওদিক তাকায় কেউ যেন না দেখে।
দেখবি তো দেখ সৃষ্টিকর্তা তুই দেখলি আগে।
বড়ই কিছু পাড়িয়া নিলাম, খাইলাম লবন দিয়ে।
হঠাৎ এসে অনামিকা বলে আমায় দিবি না রে?
তমা বলিল দেব কিছু বলবি তো নারে।
আমি বলিলাম, বলব কাকে চুরি, তবু করি রে! এখান থেকে সরে গেলাম অন্য গাছের তলে,
সেখান থেকে বরই পারিলাম ৩ বরই রে।
পড়বি তো পর মালিকের কাছে ধরা পড়লাম রে.
মালিক বলিল কি করলি আদেশ না নিয়ে?আমি বলিলাম প্রভু ভুল করেছি বরই চুরি করে।