মোঃ জিহাদ হোসেন , বরিশাল প্রতিনিধি,
বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্নার মুক্তির দাবি করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতারা । সোমবার সকাল ১১ দিকে বরিশাল বিবি পুকুর এলাকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা । এ সময় মান্নাকে গ্রেফতারের নিন্দা জানান নেতারা । সোমবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর ।
সংবাদ সম্মেলনে বলা হয়, মান্না কে যে হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ঘটনাস্থলের ২ কিলোমিটারের মধ্যেও তিনি ছিলেন না । এলাকাটি সিসি ক্যামেরার আওতাভুক্ত রয়েছে জানিয়ে তার ভিডিও ফুটেজ যাচাই এর আহ্বান জানান। এছাড়া এ হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপক্ষ তদন্ত দাবি করেন ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নাঈমুজ্জামান লিটু ও আনোয়ার হোসাইন, সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, হাসান মাহমুদ বাবু প্রমুখ ।