মুহাম্মদ আতিকুর রহমান হান্নান, বাঁশখালি প্রতিনিধি।পশ্চিম চাঁপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিন সোলতানা(৩৩)কে গতকাল শনিবার সন্ধ্যা সাতটার সময় মুরগী ঘরের খোপ বন্ধ করতে গিয়ে সাপে কামড়ায়,পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরন করেন।তার স্বামী নুরুল আমিন ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিক্ষক দম্পতির অবুঝ দুই ছেলে ও এক মেয়ে আছে। তার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেেক্সে সাপে কাটার সুচিকিৎসার ব্যবস্থা না থাকায় এলাকাবাসী ক্ষোপ প্রকাশ করে। সামনে বর্ষা মৌসুমে সাপে কাটার প্রকোপ বাড়তে পারে, তাই সচেতনতা বাড়ানোর পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার চিকিৎসা ‘অ্যান্টিভেনম’ পর্যাপ্ত পরিমাণে মজুদ ও সরবরাহের দাবি জানান।