চট্টগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম
চট্টগ্রামের বাঁশখালীতে একপশলা ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার প্রভাবে শতবর্ষী বটগাছ উপড়ে বন্ধ হয়ে যায় প্রধান আঞ্চলিক সড়ক। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। তবে বাঁশখালী ফায়ার সার্ভিস, গুনাগরি পুলিশ ফাঁড়ি, এবং স্থানীয়দের সহযোগিতায় ২ ঘন্টার চেষ্টায় বটগাছটি রাস্তার উপর থেকে অপসারণ করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গতকাল শনিবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার প্রধান আঞ্চলিক সড়কের সাধনপুর ইউনিয়নের সাহেবের হাঁট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানান ফায়ার সার্ভিস।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ভারী বৃষ্টি ও প্রচন্ড ঝড়ো হাওয়ায় সাধনপুর সাহেবের হাঁট এলাকায় প্রায় ৮০-৯০ বৎসরের পুরানো বড় বটগাছটি উপডে বাঁশখালীর আঞ্চলিক প্রধান সড়কে পড়ে। এতে প্রায় দুই ঘন্টা ধরে সড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে বাঁশখালী থেকে চট্টগ্রামগামী এবং চট্টগ্রাম থেকে বাঁশখালীগামী যাত্রীবাহী বাস, সিএনজি, অ্যাম্বুলেন্সসহ সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। এরপর বাঁশখালী ফায়ার সার্ভিস, গুনাগরি পুলিশ ফাঁড়ি, ও স্থানীয়দের ২ ঘন্টার চেষ্টায় বটগাছটি রাস্তার উপর থেকে অপসারণ করা হলে বেলা ৩ টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আযাদুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ভারী বৃষ্টি ও প্রচন্ড ঝড়ো হাওয়ার কারণে উপজেলার সাধনপুর সাহেবের হাঁট এলাকায় একটা শতবর্ষী বটগাছ উপড়ে সড়কে পড়ে। এতে সাথে সাথে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে, পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং স্থানীয়দের সহযোগিতায় ২ ঘন্টার চেষ্টায় বটগাছটি কেটে রাস্তা পরিষ্কার করলে বেলা ৩ টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানান তিনি।
এ বিষয়ে সাধনপুর ইউপি চেয়ারম্যান কে. এম সালাহ উদ্দিন কামাল বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ভারী বৃষ্টি ও প্রচন্ড ঝড়ো হাওয়ার প্রভাবে সাহেবের হাঁট এলাকায় প্রায় ৮০-৯০ বৎসরের পুরানো একটি বটগাছ উপডে বাঁশখালীর আঞ্চলিক প্রধান সড়কে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। তবে আমি ও আমার ইউনিয়ন পরিষদের সদস্য, ফায়ার সার্ভিস, পুলিশ, এবং স্থানীয়দের সহযোগিতায় ২ ঘন্টার চেষ্টায় গাছটি রাস্তার উপর থেকে অপসারণ করা হয়। ফলে ২ ঘন্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।