চট্টগ্রাম জেলা প্রতিনিধ আরিফুল ইসলাম:মজবুত হলে পুষ্টির ভিত স্মাট বাংলাদেশ হবে নিশ্চিত” এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের জেলার বাঁশখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আজ ৭ জুন বুধবার সকাল ১১ টায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ উপলক্ষে প্রথম দিনের অবহিত করণ সভা উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাকিবুল হক সাকিবের সঞ্চালনের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
জাতীয় পুষ্টি সপ্তাহ (৭–১৩ জুন) আজকের প্রথম দিনের অবহিতকরণ সভা সাতদিনের কর্মসূচি সফল করার জন্য উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শফিউর রহমান মজুমদার, ডাঃ আমিনুল হক,ডাঃ মুমিনুল হক, ডাঃ মমিত দাশ, সিনিয়র স্টাপ নার্স, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ), সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও সিএসসিপি সহ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।