চট্টগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে চলতি বছরে ১লক্ষ ৫০ হাজার ফলজ ও বনজ চারা রোপন করার পদক্ষেপ গ্রহন করেছে। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্টানে ফলজ ও বনজ এ চারা রোপন করা হবে। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার চাম্বল উচ্চ বিদ্যালয়ের অভ্যান্তরে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী চারা রোপনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা সহকারি কমিশনার(ভুমি) খোন্দকার মাহমুদুল হাসান, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল করিম,বাঁশখালী একাডেমির প্রধান নির্বাহী পরিচালক কল্যাণ বড়ুয়া সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও দায়িত্বশীল কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
চারা রোপন কার্যক্রমের উদ্বোধন কালে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী জানান, চলতি বছরে বাঁশখালীতে প্রশাসনের পক্ষ থেকে ১লক্ষ ৫০ হাজার ফলজ ও বনজ চারা রোপন করবে। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া বাঁশখালীতে বন বিভাগের পক্ষ থেকে কয়েক লক্ষ চারা রোপন করবে বলে সুত্রে জানা যায় ।