আরিফুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা চাম্বল ইউনিয়ন একাদশ বনাম বৈলছড়ি ইউনিয়ন একাদশের মধ্যে গত শনিবার বিকালে চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বাঁশখালী উপজেলা প্রশাসন আয়োজিত এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পরিচালিত খেলার প্রথম সেমিফাইনাল চাম্বল ইউনিয়ন একাদশ ১–০ গোলে বৈলছড়ি ইউনিয়ন একাদশকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জণ করে। বাঁশখালীর ১৪ টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা মিলে ১৫টি দল নিয়ে এ টুর্নামেন্ট গত ১০ জুন শুরু হয়।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আবদুল করিম। সহকারি ছিলেন ইফতেখার হোসেন এবং তসলিম উদ্দিন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন চাম্বল ইউনিয়ন একাদশের একমাত্র গোলদাতা জাহিদ হাসান কাফি। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার তুলে দেন চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী। এসময় বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল হুদা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক আজগর হোছাইন, প্রকাশ বড়ুয়া, ফিফা রেফারি বিটুরাজ বড়ুয়াসহ দায়িত্বশীল কর্মকর্তা উপস্থিত ছিলেন।