শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৩ অপরাহ্ন

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- পাইকগাছার মানবিক চেয়ারম্যান তুহিন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৬৫ বার পঠিত:

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছার মানবতার ফেরিওয়ালা’খ্যাত চেয়ারম্যান তুহিন বাংলাদেশ (বি ইউ পি এফ) এর কেন্দ্রীয় সহ যুগ্ম সাধারণ হওয়ায় এলাকায় খুশির আমেজ বিরাজ করছে। জানা যায় পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন একজন মানবিক মানুষ হিসেবে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের সর্বমহলের মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন। তিনি নিজ অর্থায়নে প্রতিবন্ধীদের জন্য কাগুজী প্রতিবন্ধী কল্যান ট্রাস্ট ও পাইকগাছা উপজেলায় সর্বপ্রথম অক্সিজেন ব্যাংক প্রতিষ্ঠা করেন।

তাছাড়া চেয়ারম্যান তুহিন নিজ উপজেলার গন্ডি পেরিয়ে বিভিন্ন জেলা ও উপজেলায় মানব সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন অবিরত। কিছুদিন আগে তিনি সূদুর সিলেট এর সুনামগঞ্জে বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ সহায়তা নিয়ে, প্রায় দশ দিন সেখানে অবস্থান করে বন্যা কবলিত মানুষের ত্রাণ সহায়তা ও নগদ অর্থ প্রদান করেন। এছাড়াও চেয়ারম্যান তুহিন প্রতিনিয়ত সমাজ সেবায় বিশেষ অবদান রেখে চলায় স্থানীয়’সহ বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে তিনি মানবতার ফেরিওয়ালা খ্যাতিতে ভূষিত হয়েছেন। সম্প্রতি তিনি নিজ উপজেলার গন্ডি পেরিয়ে আশাশুনি উপজেলার এক হত দরিদ্র প্রতিবন্ধীর কর্মসংস্থান ও স্বাবলম্বী করার লক্ষে কম্পিউটার কিনে দেন।

উল্লেখ্য চেয়ারম্যান তুহিন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের অর্পিত দ্বায়িত্ব যথাযথ ভাবে পালন ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সকল
কাজে নিবেদিত থেকে অগ্রনী ভুমিকা পালন করায় তাকে কেন্দ্র কমিটির সহ যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা কমিটির “কার্য নির্বাহী সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে। এদিকে গত ২৯/০৫/২০২৩ তারিখ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি ইউ পি এফ) এর কেন্দ্রীয় কমিটির সহ যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য মনোনীত হওয়ায় “কাগজী প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট ও লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংকের” প্রতিষ্ঠাতা পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন) কে এলাকাবাসী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। উপরোক্ত বিষয়ে চেয়ারম্যান তুহিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি সকলের কাছে দোয়া প্রার্থী আমি যেনো আমার ওপর অর্পিত দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আমৃত্যু মানুষের সেবা করে যেতে পারি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2022  A2zbarta.Com
Design & Development BY Hostitbd.Com