মোঃ রাসেল হোসেন, ভোলা জেলা প্রতিনিধি:
বাকেরগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশ কর্তৃক আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং বিশ্ব রক্তদাতা দিবসের বিশেষ উপলক্ষে জীবন বাঁচাতে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া
জন্য ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং করা হয়।
রক্তের ঘাটতি পূরণ করে রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানো যায়। এই কারণে মানুষকে রক্তদানের জন্য সচেতন করা হয়, যাতে একজন সুস্থ মানুষ প্রয়োজনে রক্ত দান করতে পারে এবং একটি জীবন বাঁচাতে পারে।
তার ধারাবাহিকতায় জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম করা হয়।
উক্তসময় উপস্থিত ছিলেন: এইচ এম রাহাত ইসলাম
( প্রতিষ্ঠাতা ও পরিচালক বাকেরগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশ)
এবং উক্ত সংগঠনটির ২০ জনের অধিক টিম লিডার ও সদস্যরা। এবং স্থানীয় আরো কয়োকটি সংসঠনের দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজনে ছিলোঃ বাকেরগঞ্জ ও ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশ।
স্থান: জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজ।
উক্ত সময়ে প্রায় ৩০০ এর অধিক শিক্ষার্থীদের ব্লাড টেষ্ট করা হয়।
এতে খুশি ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যারা আগে ব্লাড গ্রুপ জানতো না এখন তারা জানতে পেরেছে।