আল আমিন স্বাধীন,স্টাফ রিপোর্টারঃরাজশাহীর বাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও অত্যাচারের প্রতিবাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে ১০ টার দিকে উপজেলার নরদাশ ইউনিয়নের সুজন পালশা গ্রামে ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার আবুলের বিরুদ্ধে চাঁদাবাজি,জুলুম, নির্যাতন ও অত্যাচারের প্রতিবাদে হাতিয়ার বিলের পাশে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
উক্ত মানববন্ধনে হাতিয়ার বিলের ছয়টি গ্রামের শত শত মানুষ উপস্থিত থেকে গোলাম সারওয়ার আবুলের চাঁদাবাজির বিরুদ্ধে তারা প্রতিবাদ জানায় এবং তার চেয়ারম্যান বহিষ্কার চাই ।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, আক্কাস আলী , রাশেদুল ইসলাম ঝন্টু মোঃ আফজাল হোসেন প্রমুখ।বক্তারা অভিযোগ করে বলেন, মৎস্য চাষীদের দাবি, তারা দীর্ঘদিন যাবত এই হাতিয়ার বিলে মৎস্য চাষ করে আসছিলেন।
কিন্তু আবুল চেয়ারম্যান তার নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য কতিপয় মৎস্য চাষীদের উস্কানি দিয়ে বিশৃঙ্খলা তৈরি করার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।যার পরিপ্রেক্ষিতে গত ১ ফেব্রুয়ারি,২০২৩ ইং বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আমাদের চেয়ারম্যান কিছু দুষ্কৃতিকারীর মাধ্যমে মাছ চাষীদের ওপর অন্যায় ভাবে মোটা অংকের চাঁদা দাবি করছিল। তার চাহিদা পরিমাণ সেই চাঁদা না পাওয়ায় কিছু কৃষককে দিয়ে বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে।
মানববন্ধনে অত্র এলাকার নারী পুরুষেরা একত্রিত হয়ে চেয়ারম্যান আবুলের চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানাই। তাঁরা বলেন, এই বিশৃঙ্খলা পরিবেশের জন্য একমাত্র চেয়ারম্যানই দায়ী, চেয়ারম্যান যেখানে এলাকার শান্তি স্থাপন করবেন উল্টো সেখানে তার স্বার্থ হাসিলের চেষ্টায় সাধারণ কৃষকদের মাঝে সংঘর্ষের উস্কানি দানে সে ব্যস্ত আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি ।