হেলাল হোসেন কবির:লালমনিরহাটের সুনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্দান প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ছোট সোনামনিদের মাঝে ক্রীড়ার মান ছড়িয়ে দিতে “জয় লাভ নয়, অংশগ্রহণই ক্রীড়ার মুখ্য
উদ্দেশ্য” এই শ্লোগানকে সামনে রেখে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী লালমনিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সেখানে সভাপতিত্ব করেন নর্দান প্রি ক্যাডেটের অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, ক্রীড়ানুরাগি আমিনুর হায়াত আহমেদ বকুল, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি মোড়ল হুমায়ুন কবির, সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুমন খান প্রমুখ।
এসময় অভিভাবক, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।