বালিয়াডাঙ্গীর মাকতাবুল আবরার হেফজ বিভাগের নব- নির্মিত দ্বি-তলা ভবনের ফলক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃসোহেল রানা,ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মাকতাবুল আবরার হেফজ বিভাগের নব- নির্মিত দ্বি-তলা ভবনের ফলক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী উপজেলা ধনিরহাট মাকতাবুল আবরার হেফজ বিভাগের নব নির্মিত দ্বি তলা ভবনের ফলক উন্মোচন অনুষ্ঠান সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ উম্মে সালমা চৌধুরী( সান্তা)। তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে ধনির হাট উচ্চ বিদ্যালয়ে এসে হেলিকপ্টার টি অবতরণ করেন। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে হেলিকপ্টার টি অবতরণ করলে তা দেখার জন্য প্রায় দশ হাজার মানুষের ঢল নেমে আসে। হেলিকাপ্টারটি ৫ ঘন্টা অবস্থান করলে দফায় দফায় সাধারণ মানুষ তা দেখতে আসে। এদিকে নিরাপত্তা বজায় রাখতে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করেন ঢাকা থেকে হেলিকাপ্টার যোগে আগত ডাঃ উম্মে সালমা চৌধুরী (সান্তা) এসময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোঃ সোলাইমান আলী, ভানোর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াব,রংপুর জুট মিলস লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ হামিদুর রহমান,বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ কে এম দবিরুল ইসলাম,মাদরাসার পরিচালক মোঃ সাইফুল ইসলাম ও মোঃ এলাজ উদ্দিন মাস্টার সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃসোহেল রানা
ঠাকুরগাঁও।
০৩.০৪.২১
Leave a Reply