রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৫ অপরাহ্ন

বিএনপির আন্দোলন নির্বাচনকে বানচাল করার : হানিফ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১১৫ বার পঠিত:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির আন্দোলন নির্বাচনকে বানচাল করার, আগামীতে নির্বাচন না হয়ে যেন কোনো অশুভ শক্তির তৎপরতায় রাষ্ট্রক্ষমতা পরিচালিত হয় সেটাই তাদের লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে তারা রাজপথে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবার রাস্তায় নেমেছে। আমরা বারবার বলেছি, আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আপনাদের (বিএনপি) যদি জনগণের ওপর আস্থা থাকে তাহলে নির্বাচনে আসুন। আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন। কিন্তু নির্বাচনে তারা (বিএনপি) যাবে না। বিএনপি-জামায়াত এই অশুভ শক্তি আসলে নির্বাচন চায় না। তারা জানে, জনগণ কখনো তাদের ক্ষমতায় আনবে না।

হানিফ বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল, দেশের মানুষের বিপদে-আপদে, দুর্যোগে, সুখে, দুঃখে সবসময় পাশে ছিল আওয়ামী লীগ, সেটা বারবার প্রমাণ হয়েছে। কিন্তু দেশে আরেকটি রাজনৈতিক দল আছে, যারা ইতোমধ্যে ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, যাদের জন্ম ক্যান্টনমেন্টে, যারা মহান স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যাদের উত্থান হয়েছিল, সেই অপশক্তি, যারা রাষ্ট্রক্ষমতা দখল করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল, তারা এখন দেশের উন্নয়ন অগ্রগতির বাধা হয়ে দাঁড়িয়েছে। বিএনপি দেশের উন্নয়ন-অগ্রগতি চায় না।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2022  A2zbarta.Com
Design & Development BY Hostitbd.Com