মো:জিহাদ হোসেন: বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে আজ রবিবার সকাল আনুমানিক ৯ টার সময় মাঠখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসার পথে রিয়ান নামের তৃতীয় শ্রেণীর একটি ছেলে বিদ্যুৎপুষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল প্রচন্ড ঝর বাতাসে কারেন্টের মেইন তার ছিড়ে রাস্তার কিনারে পরে থাকে, লাইনটি ভালো করে চেক না করে লাইনম্যান কারেন্ট দিলে এই দুর্ঘটনা ঘটে।