বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রৌমারীতে অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি যাদুরচর ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন রৌমারীতে অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি যাদুরচর ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন পাইকগাছায় লস্কর ইউপি সংরক্ষিত সদস্যের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের প্রতিবাদ সভা পাইকগাছার চাঁদখালীতে প্রায় ১ যুগ ধরে অবহেলিত রাস্তার উদ্বোধনে ; স্বস্তি ফিরেছে এলাকায় রৌমারীতে ৬নং চরশৌলমারী ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কর্মি সম্মেলন অনুষ্ঠিত বাঁশখালীতে সংখ্যালঘুর বসতঘর ভাংচুর লুটপাট ও দখল, বিচারের দাবীতে সংবাদ সম্মেলন বাঁশখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত পাইকগাছায় পরোয়ানাভুক্ত’সহ অন্যান্য মামলায় গ্রেফতার – ৭ ইছামতি খালে নির্মাণাধীন ব্রিজের কাজ বন্ধ করে দিলো জনতা পাইকগাছায় দেলুটি’র ২ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (WDMC) মিটিং সেন্টার উদ্বোধন পাইকগাছার দেলুটি’তে ৯৬২ পরিবারের মাঝে”টিসিবি’র পন্য বিতরণ করেন – চেয়ারম্যান রিপন

বিবেক দাস মাছ ধরার সরঞ্জাম তৈরী ও বিক্রি করে স্বাবলম্বি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৪৭ বার পঠিত:

মোঃ রব্বানী বিশ্বাস, খুলনা জেলা প্রতিনিধিঃবিবেক দাস। খুলনার ডুমুরিয়া উপজেলা সংলগ্ন দৌলতপুর-আড়ংঘাটা এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন মাছ ধরা উপকরণ তৈরির কারিগর ও বিক্রেতা।

বিগত কয়েক বছর আগে বিবেক দাস খুবই ক্ষুদ্র পরিসরে মাছ ধরার উপকরণ বিক্রয় করতেন। অনেক সময় স্থানীয় মানুষ তার কাছ থেকে মাছ ধরার উপকরণ না কিনে অন্যত্র থেকে ক্রয় করতো। এলকায় তার পরিচিতি কম ছিল। পূর্ব পুরুষের পেশা হিসেবে বাঁশ ও বেতের তৈরী বিভিন্ন সরঞ্জাম তৈরী তাদের পেশা। তার পিতাও একই কাজ জানতেন।

তিনি অনেক সময় তৈরি কৃত মাছ ধরা উপকরণ সমূহ দূরের বাজারে গিয়ে বিক্রি করতেন। তার দোকান ঘর ছোট ছিল, যার ফলে বেশি মালামাল ধরত না। তার আর্থিক সঙ্কট ছিল, তাই দোকান বড় করার ইচ্ছা থাকলেও তিনি তা করতে পারছিল না।
বিবেক দাস ২০২২ সালের প্রথম দিকে নবলোক পরিষদ এর সমন্বিত কৃষি ইউনিট (মৎস্য খাত) এর সাথে সংযুক্ত হন, যার আর্থিক সহয়তায়দানকারী প্রতিষ্ঠান হল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

বর্তমানে খ্যাপলা জাল, চারো , গুনি, পোলো ,আটন,ঝাঁজরি ইত্যাদি মাছ ধরা উপকরণ বিক্রয় করে বছরে তিনি প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা লাভ করেন। এছাড়া তিনি বিভিন্ন বাঁশের তৈরি কৃষি উপকরণ তৈরি ও বিক্রি করেন। যার মাধ্যমে তার ব্যবসা সম্প্রসারণ হয়েছে, আয় বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে তার তৈরি কৃত মালামাল স্থানীয় বাজার ও খুলনায় বিক্রি হচ্ছে। ভবিষ্যৎতে তিনি তার দোকান বড় করাতে চান ও কিছু বেতের কাজ করাতে চান।

বিবেক দাস বলেন, মাছ ধরার যন্ত্র সহ বাশ ও বেতের তৈরি জিনিস এর সারা বছর কম বেশি চাহিদা থাকে, সব মিলিয়ে যা লাভ হয় তা দিয়ে আমাদের জীবন চলে যায়। বিবেক দাসের মত এলাকার প্রফুল্ল দাস, জয় মন্ডল, শিমুল সরদার,কবিতা মন্ডলসহ আরো অনেকে এ পেশায় সম্পৃক্ত হয়ে জীবীকা নির্বাহ করছেন।

এ বিষয়ে নবলোক এর মৎস্য কর্মকর্তা শুভ্রদেব বিশ্বাস বলেন,বিবেক দাস কে নবলোক পরিষদের সমন্বিত কৃষি ইউনিটের আওতায় প্রশিক্ষণ
সহ বিভিন্ন কারিগরি সহায়তা হিসেবে মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম তৈরির উপকরণ যেমন- বিভিন্ন ধরনের সুতা,সুই, বাশ,দড়ি, চাকু ইত্যাদি সহায়তা হিসেবে পান।এছাড়া প্রাথমিকভাবে তার ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ২৫ হাজার টাকা ঋণ দেয়া হয়। তাকে অনুসরণ করে স্থানীয় পর্যায়ে আরো অনেকে মাছধরা উপকরণ তৈরি ও বিপণনের কাজ এর সাথে সম্পৃক্ত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2022  A2zbarta.Com
Design & Development BY Hostitbd.Com