মোঃ হানিফ বিন রফিক,স্টাফ রিপোর্টার:বিরলে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে অভিযান চালিয়ে গোবাদী পশুর এক ভুয়া চিকিৎসক’কে ১০ হাজার টাকা জরিমানা’সহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায়সহ গোবাদী পশুর চিকিৎসার সরঞ্জামাদী জব্দ করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন। উপজেলার ০৪নং শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারে ড্রাগ লাইসেন্সপ্রেস বিহীন মাহি ফার্মাসী নামের ঔষধের দোকান দিয়ে ঔষধ বিক্রি এবং প্রশিক্ষন ছাড়াই গোবাদী পশুর ভুয়া চিকিৎসক সেজে মোশারফ হোসেন গোবাদী পশুর চিকিৎসা প্রদান করে আসছে মর্মে ১০ হাজার টাকা জরিমানা’সহ গোবাদী পশুর চিকিৎসা না করার নির্দেশ প্রদান, তারিকুজ্জামান তারিক নামের একজনকে ৫ হাজার টাকা এবং বিরল বাজারের আজিজ নামের আরেক গোবাদী পশুর চিকিৎসককে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।
উপজেলার ০৪নং শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারে মাহি ফার্মাসির স্বত্তাধীকারি ভুয়া চিকিৎসক মোশারফ হোসেন ড্রাগ লাইসেন্স বিহীন ঔষধ বিক্রি ও দীর্ঘদিন হতে চিকিৎসকের সনদ ছাড়াই গোবাদী পশুর ভুয়া চিকিৎসক সেজে গোবাদী পশুর চিকিৎসা প্রদানের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা ও গোবাদী পশুর কৃত্রিম প্রজনন (এআই ক্যান’সহ গোবাদী পশুর বিভিন্ন চিকিৎসার সরঞ্জামাদি জব্দ করাসহ পরবর্তীতে গোবাদী পশুর চিকিৎসা প্রদান না করার নির্দেশ দেন।
এছাড়াও নাড়াবাড়ী বাজারে তুষার ফার্মেসির স্বত্তাধীকারী তারিকুজ্জামান তুষার মাত্র ১৫ দিনের প্রশিক্ষন নিয়ে গোবাদূ পশুর চিকিৎসা প্রদানসহ গোবাদি পশুর চিকিৎসা প্রদানের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায়সহ কৃত্রিম প্রজনন (এআই ক্যান) সরঞ্জামাদি জব্দ করেন।
অপরদিকে, বিরল বাজারে পশু চিকিৎসক আব্দুল আজিজের চিকিৎসা ব্যাগে এন্টিবায়োটিক ও স্টেরয়েড ঔষধ ব্যবহারের অপরাধে তার কাছ থেকেও ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শফিউল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডাঃ শাহারিয়ার মান্নানসহ বিরল থানার পুলিশ উপস্থিত ছিলেন।