সাতক্ষীরা শ্যামনগর উপজেলা ইয়াছিন আবদুল্লাহ প্রতিনিধি:সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় বিশ্ব ‘মা’ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এই স্লোগানকে সামনে রেখে গতকাল বেলা ১১ টায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষক শাহানা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি। এ সময় তিনি বিশ্ব ‘মা’ দিবসে মায়েদের সম্মান জানিয়ে সকল সন্তানদের উদ্দেশ্যে বলেন, বৃদ্ধ মা-বাবাকে বৃদ্ধাশ্রমে না রেখে নিজেদের পরিবারের সাথে রাখতে। আপনি যদি আপনার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠান আপনার সন্তানরা আপনাকেও বৃদ্ধাশ্রমে পাঠাবে। পিতা মাতাকে ভালোবাসুন এবং তাদের শেষ কয়টা দিন পরিবারের সাথে আনন্দে কাটাতে দিন। মনে রাখবেন মা এর পায়ের নিচে সন্তানের বেহেশত। মা বাবা আল্লাহতালার শ্রেষ্ঠ নিয়ামত। মা কে অবহেলা করা যাবে না, মা কষ্ট পায় এমন কাজ করা থেকে সকল সন্তানকে বিরত থাকার অনুরোধ জানান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা সাহানা হামিদ, তাসলিমা বেগম, শামসুন্নাহার, ঝুমুর ব্যানার্জি প্রমুখ।