মোঃ রাসেল হোসেন, ভোলা জেলা প্রতিনিধি:
বিশ্ব রক্তদাতা দিবসের বিশেষ উপলক্ষে জীবন বাঁচাতে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া
জন্য ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং করা হয়।
সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলমান ছিলো
আয়োজনেঃ বানারীপাড়া ব্লাড ব্যাংক
বানারীপাড়া, বরিশাল।
স্থান: বানারীপাড়া ফেরিঘাট।
প্রতি বছর ১৪ জুন সারা বিশ্বে দিনটি
উদযাপন করা হয়। স্বেচ্ছায় রক্তদান এক মহৎ কাজ। রক্তের অভাব একজন ব্যক্তির জীবনকে বিপদে ফেলতে পারে। রক্তের প্রয়োজনে সময়মতো রক্ত সরবরাহ করা না হলে একজনের জীবনও হারাতে পারে। রক্তের ঘাটতি পূরণ করে রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানো যায়। এই কারণে মানুষকে রক্তদানের জন্য সচেতন করা হয়, যাতে একজন সুস্থ মানুষ প্রয়োজনে রক্ত দান করতে পারে এবং একটি জীবন।
রক্ত দিন, জীবন বাঁচান, এ কথাটি তো আমরা সবাই শুনেছি, কিন্তু রক্ত দিলে কি শুধু যিনি রক্ত নেন, তাই উপকার হয়? আসলে রক্তদাতাও রক্তদানের মাধ্যমে নানাভাবে উপকৃত হন। একজন সুস্থ লোক প্রতি চারমাস পরপর রক্ত দান করতে পারেন। মানুষের শরীররে রক্ত উপাদান গুলি প্রতি চার মাস পর এমনিতেই নষ্ট হয়ে নতুন রক্ত উৎপাদিত হয়।
• রক্তদানের সময় সাধারণত ২৫০ থেকে ৪০০ মিলিলিটার রক্ত দান করা হয়, যা শরীরে থাকা মোট রক্তের মাত্র ১০ ভাগের এক ভাগ। রক্তের মূল উপাদান পানি, যা ২৪ ঘণ্টার মধ্যেই পূরণ হয়।
• নিয়মিত রক্ত দিলে ক্যান্সারের ঝুঁকি কমে। বিশেষ করে ফুসফুস, লিভার, কোলন, পাকস্থলী ও গলার ক্যান্সারের ঝুঁকি কমে।
• বছরে তিনবার রক্তদান শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলে ও নতুন কণিকা তৈরির হার বাড়ায়।
• নিয়মিত রক্তদানকারীর হার্ট ও লিভার ভালো থাকে।
• রক্তের অতিরিক্ত লৌহের পরিমাণ কমিয়ে কোলস্টেরলের উপস্থিতি কমাতে সাহায্য করে।
• ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
তাই আমরা যারা পারি নিয়ম মেনে সেচ্ছায় রক্তদান করি।