মো:মুরাদ হোসেন,স্টাফ রিপোর্টার: ঈদ পরবর্ দেশের অনেক জায়গায় ঈদ আনন্দের বিশেষ জায়গা দখল করে নিয়েছে প্রীতি ফুটবল ম্যাচ।
গ্রামে-গঞ্জে ঈদ কিংবা ঈদ পরবর্তী সময় আনন্দ ভাগাভাগি করতে এই ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে। আর তা যদি হয়, বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে ফুটবল খেলার আয়োজন।
শুক্রবার(২ জুন) বিকালে এমন একটি উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পৌরসভাধীন ২নং ওয়ার্ডের নামাজগ্রাম মধ্যপাড়া গ্রামে। মধ্যপাড়ার ঐ খেলার মাঠে “সাদা জার্সী” পরিহিত অবিবাহিতরা ফুটবলে মাঠে লড়েছেন “হলুদ জার্সী” পরিহিত বিবাহিতদের সঙ্গে। এতে বিজয়ী হয়েছে অবিবাহিতরা। টানটান উত্তেজনায় বিবাহিতদের সঙ্গে লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছেন অবিবাহিতরা। “সাদা জার্সী” পরিহিত বিজীদের হাতে তুলে দেয়া হয় “চ্যাম্পিয়ন কাপ”। গ্রামের তরুণরা আয়োজন করে এই প্রীতি ফুটবল ম্যাচের।
০৪-০৩ গোল দিয়ে বিবাহিতদের হারিয়ে দেন অবিবাহিতরা। প্রথম এবং দ্বিতীয়ার্ধে কোন পক্ষে গোল না হওয়ায়,পেনাল্টি শটে অবিবাহিতরা গোল দেয় ০৪টি এবং বিবাহিতরা গোল দেয় ০৩টি। ফলে,অবিবাহিতরা ০৪-০৩ গোলে পরাজিত করে “চ্যাম্পিয়ন কাপ” জিতে নেয়।
আনন্দ উপভোগ করবার জন্য মাঠের চারপাশে ছিল দর্শকে পরিপূর্ণ। আয়োজনের কোন কমতি ছিলনা ম্যাচ পরিচালনা কমিটি’র। শুক্রবার সকাল থেকেই মাইকিং করে গ্রামজুড়ে জানান দেয়া হয় অবিবাহিতদের সঙ্গে বিবাহিতদের ফুটবল মাঠে লড়াইয়ের খবর।
ফুটবল ম্যাচে অংশ গ্রহণকারী এবং অনুষ্ঠানের আয়োজক, বিবাহিত একাদশের অধিনায়ক-সাংবাদিক জমির হোসেন এবং অবিবাহিত একাদশের অধিনায়ক- সাংবাদিক সম্রাট হোসেন বলেন, “আমাদের এলাকায় সব ঈদেই এ ধরনের খেলার আয়োজন করা হয়। গ্রামের মানুষরা মনের আনন্দে উপভোগ করেন সেই খেলা,আমরাও আনন্দ পায় খেলা করে। এই খেলার মাধ্যমে আমাদের তরুণ সমাজ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হলে সমাজে বিভিন্ন রকম অপরাধ এবং অরাজকতা কমে আসবে। গ্রামের সবাই খুব উপভোগ করি এই ফুটবল ম্যাচ। এই খেলায় হার-জিতের চেয়ে বড় বিষয় সবাইকে সঙ্গে নিয়ে আনন্দ করা, আনন্দ করতেই এই ফুটবল ম্যাচ, কেউই পেশাদার খেলোয়াড় নই, নিজেদের মধ্যে আনন্দ করতে এই আয়োজন”।
বিবাহিত একাদশে খেলায় অংশ নেন-জমির হোসেন(অধিনায়ক),মোঃ রনি হোসেন,মোঃ জাহাঙ্গীর বিশ্বাস,মোঃ সুমন হোসেন,মোঃ সুমন হোসেন ২,মোঃ জীবন হোসেন,মোঃ রয়েল হোসেন
মোঃ সোহারাব হোসেন,মোঃ শামীম হোসেন
মোঃ ফরহাদ হোসেন,মোঃ ফশিয়ার রহমান
মোঃ মুছা হোসেন,মোঃ সাকিব হোসেন,মোঃ সাইদুল ইসলাম ভাই,মোঃ শামীম হোসেন,মোঃ সেলিম হোসেন, মোঃ বাপ্পি হোসেন,মোঃ রিপন হোসেন
মোঃ নাসির বিশ্বাস ও মোঃ মুসা কাস্টম।
অবিবাহিত একাদশে খেলায় অংশ নেন-মো:সম্রাট হোসেইন(অধিনায়ক), মো:সাদেক হোসেন মো:জুয়েল হোসেন,মো:ইকবল হোসেন,মো:মেহেদী হোসেন, শ্রী তাপস বিশ্বাস, মো:সজীব হোসেন,মো:মাহিম হোসেন,মো: নাসিম হোসেন,মো:মিনহাজ বিশ্বাস মো:রাসেল হোসেন,মো:ইমন হোসেন,মো:সাজু হোসেন
মো:নুননবী, মো:রাকিব হোসেন,মো:রায়হান হোসেন ও মো:ইমু হোসেন।
ফুটবল ম্যাচটিতে রেফারির দায়িত্ব পালণ করেন-মোঃ ফিরোজ হোসেন,সহকারী রেফারী হিসেবে দায়িত্ব পালণ করেন-মোঃ কিরন হোসেন ও মোঃ মাসুদ রানা।