শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩২ অপরাহ্ন

বেনাপোলে বিভিন্ন কর্মীসূচির মধ্য দিয়ে বিশ ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস ২০২৩ উদযাপন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৯৩ বার পঠিত:

মোঃ মুরাদ হোসেন,স্টাফ রিপোর্টারঃ-বেনাপোল পৌরসভা এবং ঢাকা আহ্ছানিয়া মিশন হেলথ ও ওয়াশ সেক্টরের যৌথ উদ্যোগে হাবিবুর রহমান বিশ মাধ্যমিক পাবলিক স্কুল, বেনাপোল, যশোরে বিভিন্ন সচেতনা মূলক কার্যক্রমের মধ্য দিয়ে আজ ২৮ মে ২০২৩ উদযাপিত হয় বিশ^ ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস ২০২৩ প্রতিপাদ্য বিষয় ছিল Making Menstruation an normal fact of life by 2023 (২০৩০ সালে মধ্যে ঋতুস্রাবকে জীবনের একটি স্বাভাবিক ঘটনা হিসেবে গড়ে তোলা) দিবসটি উদযাপন উপলক্ষ্যে উক্ত স্কুলের কিশোরী শিক্ষার্থী, শিক্ষিকা ও পার্শ্ববর্তী আশ্রয়ন প্রকল্পের নারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি, ওয়ারনেস সেশন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার প্রশাসক ও শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম।

ঢাকা আহ্ছানিয়া মিশনের কমিউনিটি মোবিলাইজার মমতাজ পারভীন সংশ্লিষ্ট বিভিন্ন ছবি সম্বলিত উদ্বুদ্ধকরণ উপকরনের মাধ্যমে কিশোরীদের মধ্যে ঋতুকালীন ব্যবস্থাপনার উপর উদ্বুদ্ধকরণ সেশন পরিচালনা করেন। হাবিবুর রহমান স্কুলের প্রধান শিক্ষক মোছা: লাবনী খাতুনের সভাপতিত্বে এবং ঢাকা আহছানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার মোঃ ইকবাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন, স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বেনাপোল পৌরসভার প্রকৌশল বিভাগের মোঃ মফিজুর রহমান, ঢাকা আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা ও মাঠ কর্মীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক ফারজানা ইসলাম বলেন, ঋতুকালীন বিষয়টি কিশোরী ও নারীদের জন্য বিধাতা প্রদত্ত একটি স্বাভাবিক প্রক্রিয়া , অথচ এক্ষেত্রে মারাত্বক গোপনীয়তা বজায় করা হয়, ফলে পিরিয়ডকালীন সময়কার সঠিক পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা বাধাগ্রস্ত হচ্ছে, যা নারীদের জন্য মারাত্মক স্বাস্থ্য বিপর্যয় ডেকে আনে , ঋতুকালীন বিষয়টিকে জীবনের অন্যান্য স্বাভাবিক ঘটনা হিসেবে সাব্যস্থ করে এর সঠিক পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে তিনি উপস্থিত কিশোরী ছাত্রী ও নারীদের উদ্দেশ্যে অনুরোধ করেন।

এ জাতীয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কিত দিবস উদযাপনে সহযোগিতার করায় তিনি ঢাকা আহ্ছানিয়া মিশনকে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2022  A2zbarta.Com
Design & Development BY Hostitbd.Com