মোঃ মুরাদ হোসেন স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলের মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী আনিকা ট্রাক চাপায় নিহতের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার (২ আগষ্ট ) বেলা ১২ টার সময় বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের আয়োজনে বেনাপোল- যশোর মহা সড়কে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করে। দূর্ঘটনা কবলিতো কারন সম্পর্কে স্থানীয়রা বলেন,বন্দর এলাকা জুড়ে বাইপাস সড়ক এবং মহাসড়ক সমূহে ভারতীয় পণ্য বোঝাই ও পণ্যবিহীন ট্রাক ইচ্ছামত যত্রতত্র রাখায় রাস্তা সংকীর্ণ হয়ে যানজটের সৃষ্টি করছে।
তারা আরও বলেন, ভারতীয় পণ্য খালাসের জন্য কিংবা পণ্যবিহীন ট্রাক অবস্থান নেওয়ার জন্য বন্দরে একটি ভারতীয় ট্রাক টার্মিনাল থাকা সত্বেও বন্দর কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারনে সড়ক সমূহে প্রতি নিয়তই যানজট লেগেই থাকে ।ভারতীয় ট্রাক টার্মিনালটিতে ট্রাকের পরিবর্তে সেখানে খোলামাঠ দেখিয়ে পণ্য রাখা হচ্ছে,মূলত সে কারনেই বেনাপোল বন্দর জুড়ে সড়ক সমূহে যানজট সৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়তই দূর্ঘটনা ঘটছে। যার জন্য আজ কোমলমতি শিক্ষার্থী আনিকা’র প্রাণ গেল।.
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন ভুঁইয়া বলেন, ঘাতক ট্রাক এবং চালক দুটোই আমরা গ্রেফতার করেছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন আমরা ফুটপথে থাকা দোকানগুলো উচ্ছেদ করে দিয়েছি ও লেবার দিয়ে সাইডে রাস্তা তৈরির কাজ চলছে। তিনি আরও বলেন আমরা একটা নিরাপদ সড়ক চাই।