মোঃ মুরাদ হোসেন,স্টাফ রিপোর্টারঃ-বেনাপোল পোর্ট থানার পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা সহ একজন মাদক কারবারী আটক।
১৪ই এপ্রিল শুক্রবার বিকালে বেনাপোল পোর্ট থানার পুলিশের অভিযানে বিপ্লব হোসেন (২৯) নামক একজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জানা যায় আসামি বিপ্লব পুলিশের চোখ ফাকি দিয়ে দীর্ঘদিন মাদক ব্যাবসা করে আসছিলো গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার পুলিশের ফোর্সের সহায়তায় বিপ্লব হোসনকে ১০কেজি গাঁজাসহ রঘুনাথপুর গ্রামের পূর্বপাড়া আসামির নিজ বাড়ির সামনে কাচা রাস্তার উপর থেকে আটক করা হয়।
আটক আসামি বিপ্লব হোসেন বেনাপোল পোর্ট থানার আওতাধীন রঘুনাথপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
এই বিষয়ে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া ঘটনার সত্যতা শিকার করে বলেন আসামি বিপ্লব হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো আমরা তাকে গাঁজাসহ আটক করতে সক্ষম হয়েছি তাকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।