মোঃ মুরাদ হোসেন,স্টাফ রিপোর্টার
বেনাপোল পৌরসভায় বিশ্ব পানি দিবস ২০২৩ উদযাপন কারণ বসতে ২২শে মার্চ দিবসটি পালন করা হয়নি আজ ২৮ শে মার্চ দিবসটি পালন করা হয়
উপলক্ষ্যে বেনাপোল পৌরসভা ও ঢাকা আহছানিয়া মিশনের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এবারের পানি দিবসের প্রতিপাদ্য ছিল “Accelerating Change to solve water and sanitation crisis” (পানি ও স্যানিটেশন সমস্যা সমাধানে ত্বরান্বিত পরিবর্তন)। এ আন্তর্জাতিক দিবসটি উদযাপন উপলক্ষ্যে আজ বেনাপোল পৌরসভা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
র্যালি শেষে পৌরসভা হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এর আগে আজ সকালে বেনাপোল শিশু একাডেমি এন্ড হাই স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ব পানি দিবস- ২০২৩ উপলক্ষ্যে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্ব পানি দিবসের এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন।
ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার মোঃ ইকবাল হোসাইন এর সঞ্চালনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ- ও কর্মচারীবৃন্দ, ও বেনাপোল একতা প্রেস ক্লাবের সাংবাদিক সাহিদুল ইসলাম শাহীন ও সাংবাদিক মুরাদ হোসেন এ ছাড়াও বেনাপোল শিশু একাডেমি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ ও অন্যান্য শিক্ষক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ। স্বাস্থ্য সুরক্ষা এবং পানিবাহিত রোগব্যাধী থেকে মুক্ত থাকার জন্য প্রধান অতিথি তার বক্তব্যে আর্সেনিক, আয়রন ও জীবানুমুক্ত নিরাপদ পানি ব্যবহারের উপর বিশেষ ভাবে গুরুত্বারোপ করেন।