আবু আহমেদ উবায়দা,বড়লেখা (মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১নং বর্ণি ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাকশাইলে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এর পক্ষ থেকে গ্রামীণ অবকাঠামো সংস্কার(কাবিটা) কর্মসূচী,অর্থ বছর ২০২২-২০২৩খ্রি ১ম পর্যায় সাধারণ খাত।
প্রকল্পের নামঃ১নং ওয়ার্ডের পাকশাইল ঈদগাহের দক্ষিনের কালবার্ট হইতে নয়াপড়া জামে মসজিদের সম্মুখ পর্যন্ত রাস্তায় মাটি ভরাট।প্রকল্পের বরাদ্দের পরিমাণ ২,৫০,৭৩৩/-টাকা।প্রকল্প বাস্তবায়ন কমিটির চেয়ারম্যানের নাম লোকমান উদ্দিন বায়েছ,প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ১নং বর্ণি ইউনিয়ন পরিষদ,উপজেলাঃ বড়লেখা,জেলাঃমৌলভীবাজার
প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব লোকমান উদ্দিন বায়েছ দৈনিক এটুজেড বার্তাকে বলেন আমি জনগনের ভোটে নিবার্চিত হয়েছি আমি চাই আমার মাধ্যমে যতটুকু বরাদ্দ আসবে আমি এই বরাদ্দ জনগনের মধ্যে বিলিয়ে দিবো।