আবু আহমেদ উবায়দা,বড়লেখা,মৌলভীবাজার প্রতিনিধিঃ
বড়লেখা উপজেলার ১নং বর্ণি ইউনিয়ের সামাজিক সেবা মূলক সংগঠন পাকশাইল সমাজকল্যান পরিষদের পক্ষ থেকে পাকশাইল গ্রামের অসহায় নিম্নবিত্ত ও মধবিত্ত পরিবারের মাঝে মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।পাকশাইল সমাজকল্যান পরিষদের প্রবাসী দাতা সদস্যদের আর্থিক সহযোগিতায় পাকশাইল গ্রামের অসহায় নিম্নবিত্ত ও মধবিত্ত প্রায় ১১৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পাকশাইল সমাজকল্যান পরিষদের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে পাকশাইল সমাজকল্যান পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু আহমেদ উবায়দার পরিচালনায় উক্ত খাদ্য সামগ্রী বিতরনে উপস্হিত ছিলেন পাকশাইল সমাজকল্যান পরিষদের উপদেষ্টা, জনাব আং মতিন কদর, জনাব মাষ্টার ইসলাম উদ্দিন,জনাব আলা উদ্দিন,জনাব সাহাব উদ্দিন সাবুল,হেলাল উদ্দিন,আলিম উদ্দিন,এছাড়াও উপস্হিত ছিলেন পাকশাইল সমাজকল্যান পরিষদের সহ সাধারণ সম্পাদক শিপলু আহমেদ,পরিষদের শুভাকাঙ্গী আশিকুর রহমান,নজমুল ইসলাম,হামিদুর রহমান,জয়নুল ইসলাম,রুমন আহমদ,আবু খালেদ প্রমুখ।