আবু আহমেদ উবায়দা,বড়লেখা প্রতিনিধিঃমৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১নংবর্ণি ইউনিয়নের প্রান কেন্দ্র ফকির বাজার সংলগ্ন মাঠে বর্ণি ইউনিয়নের ক্রীড়ামোদী জনসাধারণের আয়োজনে অদ্য ০৫/০২/২০২৩/ রবিবার বিকাল ৩.০০ঘটিকার সময় ফকির বাজার ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ইংরেজী এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ফকির বাজার ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি বর্ণি ইউপি চেয়ারম্যান জনাব মোঃ জয়নাল আবেদীন সাহেবের সভাপতিত্বে ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির পরিচালক আক্তার হোসেন রেদওয়ানএর-পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব আব্দুল আহাদ টুণামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুনাম উদ্দিন সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য বৃন্দ যথাক্রমে আব্দুল মালিক মলিক নিজাম উদ্দিন আলা উদ্দিন এনাম উদ্দিন লোকমান উদ্দিন বায়েছ জোবায়ের হোসেন সাহাব উদ্দিন মকবুল আলী হাজী সাইফুজ্জামান সরওয়ার বাবু সুবোধ চন্দ্র দাস কৌশিক চন্দ্র দাস গিয়াস উদ্দিন কালন শওকত আলী রফিক উদ্দিন কামাল উদ্দিন সাবেক কৃতি ফুটবলার বৃন্দ মুক্তাদির আলী হামিদুল হক সাদ উদ্দিন মোসলে উদ্দিন আমির উদ্দিন আতাব উদ্দিন জয়নাল আবেদীন মেম্বার কবির উদ্দিন আলম উদ্দিন ইসমাইল আলী কালা মিয়া জসিম উদ্দিন প্রথম পুরুষকারের অন্যতম দাতা সাহেদ আহমদ আলী
সুহেল আহমদ।
টুণামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সদস্য বৃন্দ
জামিল হোসেন দেলোয়ার হোসেন আনোয়ার হোসেন লায়েক আহমদ আবুল কালাম রুবেল হোসেন শাহিন আলম জবরুল হোসেন বদরুল ইসলাম হাবিবুর রহমান সামসুল ইসলাম সহ টুণামেন্ট পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃী বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
খেলা পরিচালক হিসেবে খেলা পরিচালনা করেন বুলবুল ইসলাম বুলু সহকারী পরিচালক হানিফ মোহাম্মদ ও বাহা উদ্দিন।
ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন ওয়াহিদুর রহমান আবু ওবায়দা ও বাপ্পি।
শুভ উদ্বোধনী খেলা বৈরাগী বাজার ফুটবল একাডেমি কে দুই এক গোলো পরাজিত করে ২য় পর্বের খেলার গৌরব অর্জন করে উদয়ন ক্লাব কুলাউড়া।