(সাইফুল ইসলাম ভালুকা,)১৩-০৬-২৩ ইং মঙ্গলবার বিকালে ময়মনসিংহের ভালুকা এরিয়া অফিস কার্যালয়ে,,ভালুকা গ্রামীন ব্যাংক শাখার ব্যবস্হাপকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মো: জহিদুল হাসান নাসির, এরিযা ম্যানেজার রভালুকা শাখা, এ সময় আরো উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট ম্যানেজার, প্রশিক্ষনার্থী,ভালুকা শাখার অন্যন্যা কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক গন।
প্রধান অথিতি তার বক্তব্যে বলেন গ্রামীন ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করেন, এবং আগামী ২০ শে জুন বৃক্ষরোপন সপ্তাহ উপলক্ষে সকল প্রশিক্ষনার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ব করার পরামর্শ দিয়ে সকল কেন্দ্র প্রধান কে দুইটি করে ফলজ বৃক্ষের চারা বিতরন করেন ।