সাইফুল ইসলাম (ভালুকা,ময়মনসিংহ
ময়মনসিংহের ভালুকা উপজেলা ভালুকা শাখার উদ্যোগে মঙ্গলবার (২০ জুন) সকালে গ্রামীন ব্যাংক ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া গ্রামীন ব্যাংক কার্যালয় চত্বরে দেশব্যাপী গ্রামীন ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কয়েক শতাধিক নারী-পুরুষের মাঝে বিভিন্ন প্রকার বনজ ও ফলজ গাছ বিতরণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত হয়ে উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংক ময়মনসিংহ জোনের এরিয়া ম্যানেজার জনাব মো: জাহিদুল হাসান নাসির। বৃক্ষরোপণ কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন সিনিয়র পিন্সিপাল অফিসার জনাব মো: শহীদুল্লাহ্ জোনাল অফিস ময়মনসিংহ, শফিকুল ইসলাম,
শাখা ব্যাবস্থাপক ডাকাতিয়া শাখা, মুস্তাফিজুর রহমান ম্যানেজার গ্রামীন ব্যাংক, আনোয়ার হোসেন অফিসার গ্রামীণ ব্যাংক,জাকির হোসেন অফিসার গ্রামীণ ব্যাংক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ময়মনসিংহ জোনের এরিয়া ম্যানেজার জনাব জাহিদুল হাসান নাসির জানান ভালুকার ০৯ টি শাখার অধীনে ২ লক্ষ গাছ বিতরণ করা হবে। আজ ৮৩ হাজার বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছ বিতরন করা হয়।পর্যায়ক্রমে সকল শাখায় গাছ বিতরন করা হবে। বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছের চারা পেয়ে উপকারভোগীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।