সাইফুল ইসলাম ভালুকা প্রতিনিধি: দৈনিক ভোরের আকাশ ময়মনিসংহ জেলা প্রতিনিধি তরুণ সাংবাদিক জাহাঙ্গীর আলম নিলয়ের ২৮তম জন্মদিন উপলক্ষ্যে বুধবার সকালে মুক্তিযুদ্ধের চেতনা ভালুকা প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা ভালুকা প্রেসক্লাবের সভাপতি এবিএম জিয়া উদ্দিন বাশার ও বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার বুরো প্রাধান ও মুক্তিযোদ্ধা চেতনা ভালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, এশিয়ান টিভি জেলা দক্ষিণ প্রতিনিধি নজিবুল হোসেন চৌধুরী নেভী,মাই টিভি ভালুকা প্রতিনিধি মর্জিনা আক্তার মণি, ভোরের আকাশ ভালুকা প্রতিনিধি হাবিবুর রহমান তরফদার,সাংবাদিক ইন্জিনিয়ার আতিকুল্ল্যাহ,দৈনিক মাতৃ জগত পত্রিকা ময়মনসিংহ জেলা বুরো প্রধান শাহ সৈয়দ খান,দৈনিক আলোকিত সকাল ভালুকা প্রতিনিধি শিপন রানা, দৈনিক গণমুক্তি ভালুকা প্রতিনিধি আবিদ হাসান,দৈনিক জাগরণ ভালুকা প্রতিনিধি হাবিব হাসান, রুমেল মিয়া, বুলবুলসহ প্রমুখ।