নিজস্ব প্রতিবেদক,
ভোলার চরফ্যাশন উপজেলায় এসএসসি পরীক্ষা দিতে গিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছে আছিয়া খাতুন (১৫) নামে এক পরীক্ষার্থী। মঙ্গলবার (১৬ মে) সকালে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, পরীক্ষার্থী আছিয়া ও প্রেমিক ওমর ফারুক মনপুরা উপজেলা চর কুকরি-মুকরি ইউনিয়নের আমিনপুর গ্রামের বাসিন্দা। সম্পর্কে তারা দুজন আপন চাচাতো ভাই-বোন। আছিয়া চর কুকরি-মুকরি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থীয় অংশগ্রহণ করে সাতটি পরীক্ষাও দিয়েছেন। সে মানবিক বিভাগের পরীক্ষার্থী।
আছিয়া খাতুনের বাবা আবু বক্কর জানান, আছিয়া পরীক্ষা কেন্দ্র থেকে ওমর ফারুকের সঙ্গে পালিয়ে ঢাকায় চলে গেছে। বর্তমানে তারা দুজন ঢাকায় এক আত্মীয়ের বাসায় অবস্থান করছে। শুনেছি আছিয়া অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিয়ে হচ্ছে না। এখন উভয় পরিবার এ বিষয়ে বসে সিদ্ধান্ত নেবে।