শেখ সালমান আহমেদ, মধুখালী প্রতিনিধিঃআজ বুধবার ফরিদপুরের মধুখালীতে মেয়ে ও বোনকে ধর্ষণের সাজানো অভিযোগে অমানবিক নির্যাতনের শিকার ইয়ামিন মৃধা (৪০) ও তার কিশোর ছেলে রাজন মৃধা (১৫) দেখতে তাদের বাড়িতে যান ফরিদপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান, পিপিএম। এ সময় তিনি ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ইয়ামিন মৃধার হাতে নগদ ২০,০০০/- টাকা আর্থিক সাহায্য প্রদান করেন ও ইয়ামিন মৃধার চাকরির ব্যবস্থা করে দেন। সেই সাথে রাজন মৃধাকে চাকরি দেয়ার আশ্বাস দেন।
এছাড়াও তাদেরকে খাট, লেপ, তোষক, জামা-কাপড়, চাল, ডাল, তেল, লবণ ও ফলমূলসহ বেশ কিছু ঈদ উপহার তুলে দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন আশিকুর রহমান চৌধুরী, উপজেলা, নির্বাহী অফিসার, মধুখালী, মোঃ আকরামুল করিম, প্যানেল চেয়ারম্যান, ফরিদপুর জেলা পরিষদ, জনাব মোহাম্মাদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর, জনাব সুমন কর, সহকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেল, ফরিদপুর।