শেখ সালমান আহমেদ, মধুখালী প্রতিনিধিঃরাজার মতো মুকুট পরিয়ে সন্মাননা জানানো হয়েছে শুকুর মাহমুদ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজির হোসেন মৃধাকে। চক্রান্তকারীদের বিরোধিতা করার সত্বেও অজ পাড়াগায়ে একটি নিম্ন মাধ্যমিক স্কুলকে কিভাবে, মেধা শ্রম ও ধৈর্য ধরে কলেজে পরিনত করতে হয় তা তিনি, করে দেখিয়েছেন । প্রতিষ্ঠানের কলেজ শাখাটি কদিন আগেই এমপিও করণ করা হয়েছে।
এই সাফল্যের গৌরবে এলাকাবাসী ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদের পক্ষ থেকে গতকাল ২৬ জানুয়ারী বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিনে, অধ্যক্ষ নাজির হোসেন মৃধাকে মুকুট, ক্রেষ্ট ও কোট পরিয়ে দেওয়া হয়। ফুলের শুভেচ্ছা ও উপস্থিত সকলে দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে ভালোবাসা প্রদর্শন করে।
এই গৌরবময় দিনে অধ্যক্ষ মহোদয় তার বক্তব্যে, দূর্দিনে পাশে থাকা সকল শুভাকাঙ্ক্ষী ও বিরোধীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।