আব্দুল্লাহ আল মামুন যশোর প্রতিনিধি:গত ৪ ফেব্রুয়ারি শনিবার জার্মানির “ডুইসবুর্গ – এসেন ইউনিভার্সিটি” কর্তৃক আয়োজিত গ্রাডুয়েশন সেরিমনি ( সমাবর্তন) ২০২৩ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবর্তন অনুষ্ঠানে মনিরামপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি জনাব ইঞ্জি. পিলাপ মল্লিক সম্মানের সহিত মাস্টার্স ইন অটোমেশন এন্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করায় “ডুইসবুর্গ – এসেন ইউভার্সিটি” এর চ্যানসেলর প্রফেসর ডক্টর রাইনার এম্ব্রোসর, রেকটর প্রফেসর ডক্টর বারবারা আলবার্ট, বিভিন্ন ইঞ্জিনিয়ারাং ডিপার্টমেন্টের চেয়ারম্যানবৃন্দ ও সকল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সফল গ্রাডুয়েশনদের উপস্থিতিতে তাকে বিশেষ সদনপত্র প্রদান উত্তর সম্মানিত করা হয়।
তিনি যশোর জেলার অন্তর্ভুক্ত মনিরামপুর উপজেলার কুচলিয়া গ্রামের পিতাঃ বৃকোদর মল্লিক ও মাতাঃ অনিমা রানী মল্লিকের ছেলে। সেই সাথে উনার একটা বড় পরিচয় হল উনি মনিরামপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সভাপতি ও মনিরামপুর উপজেলার আগামী দিনের তরুন প্রজন্মের প্রিয় রাজনৈতিক নেতৃত্ব। উনি ইতিমধ্যে মনিরামপুর উপজেলা বাসীর সকল প্রজন্মের কাছে খুবই অল্প দিনেই রাজনৈতিক ভাবে সুপরিচিত হয়েছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও রাজনৈতিক ব্যানারের মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেকেই জানি জনাব ইঞ্জি. পিলাপ মল্লিকের সফল রাজনৈতিক বর্ষপূর্তি উপলক্ষে গত ০৬/০১/২০২৩ তারিখ তার বাড়িতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে নেতৃত্ব দিতে চান এবং রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে তিনি মনিরামপুর উপজেলা সহ আশেপাশের সকল গরিব দুঃখি অসহায় মানুষের পাশে দাড়াতে চান। তিনি বিশ্বাস করেন বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতা ছাড়া কোন গঠনমূলক উন্নয়ন সম্ভব না, রাজনৈতিক ক্ষমতা না থাকলে সকল প্রজন্মের, সকল পেশার মানুষকে এক করা সম্ভব নয়।
জনাব ইঞ্জিনিয়ার পিলাপ মল্লিক ( গোল্ডেন) সুদূর জার্মানির বিখ্যাত, প্রাচীন ও ঐতিহ্যবাহী ” ডুইচ – এসেন ইউনিভার্সিটি” থেকে উত্ততর ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ও বিশেষ সম্মান লাভ করায় মনিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও অন্যান্য সকল সাংবাদিকবৃন্দ অত্যন্ত আনন্দের সাথে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।