আব্দুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি :মনিরামপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি মোঃ আলী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান- নাজমা খানম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।২০২৩ সালের প্রথম মাসে আইনশৃঙ্খলার মিটিং এ সর্বসম্মতিক্রমে বিভিন্ন স্কুল কলেজ থেকে পিকনিকে যাওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারের অনুমোদন ছাড়া কেউ পিকনিকে যেতে পারবেন না এ বিষয়ে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠান এবং দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের কমিটির অনুমোদন হয় , উপজেলার প্রধান সড়ক এর দুধার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে কথা হয়, মাইক্রো গাড়ি স্ট্যান্ড দুটোকে ভেঙে একটি করার জন্য প্রস্তাবনা আসে, প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা রোধে করণীয় এবং মাদক থেকে মানুষকে বাঁচাতে বিভিন্ন পর্যায়ে কর্মসূচি গ্রহণ প্রসঙ্গে সিদ্ধান্ত হয়।
আব্দুল্লাহ আল মামুন
যশোর জেলা প্রতিনিধি
০১৬০৯-১৪৫৪৬২