লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রোড সেক্রেটার উপজেলা শ্রমিক ইউনিয়ন আংগুর খাঁন।বাণীতে আংগুর খাঁন উলেস্নখ করেন, দৈনিক আটঘন্টার কাজের দাবিতে ১৮৮৬ সালের পহেলা মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের জমায়েত হয়েছিল শ্রমিকরা। বিশাল জমায়েতে শ্রমিকদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে পুলিশ। এতে শহীদ হন অমত্মত ১০জন শ্রমিক। এরপর আন্দোলন আরো বেগমান হলে শ্রমিকদের দাবি মানতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার। বাণীতে আংগুর খাঁন আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শ্রমিকদের মজুরিবৃদ্ধিসহ সার্বিক কল্যান ও জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে। এর সুফল পাচ্ছে দেশের মেহনতি শ্রমজীবী মানুষ।মহান মে দিবস উপলক্ষ্যে আমি রৌমারী উপজেলাবাসীর পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাই।