মো: সোহেল রানা,শিবচর,মাদারীপুর।
গতকাল রোজ সোমবার পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানের ন্যায় মাদারীপুর জেলাধীন শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উপনির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সদ্য প্রয়াত ইউপি সদস্য মো: জাহাঙ্গীর মোড়লের ভাই মো: জলিল মোড়লসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে প্রার্থীগণ ভোটারদের নিকট এলাকার নানা উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে নিজেদের পক্ষে প্রচার-প্রচারণা চালান। ভোট কেন্দ্রে ভোটারদের স্বত:স্পূর্ত অংশগ্রহণ ও ভোটদান লক্ষ্য করা যায়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে ফুটবল মার্কা প্রার্থী মো: আব্দুর রাজ্জাক মাদবর ১০০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: জলিল মোড়ল পান ৯৮০ ভোট। নির্বাচনে বিজয়ী মো: আব্দুর রাজ্জাক মাদবর এলাকার উন্নয়ন ও ভোটারদের আশা-আকাঙ্খা পূরণে একনিষ্ঠভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।