এম এখলাছুর রহমান সিরাজী,হবিগঞ্জ মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে উপজেলা সচ্চতায় অডিটোরিয়ামে আজ সকাল ১১ঘটিকায় এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। মাননীয় বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং সমতলে বসবাসরত হতদরিদ্রের মাঝে ছাগল ও স্কুল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন। পরে তিন দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনজুর আহসানের সভাপতিত্বে ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)রাহাত বিন কুতুব, সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট) নির্মেলেন্দু সরকার,মাধবপুর থানা অফিসার ইনচার্জ জনাব অব্দুর রাজ্জাক।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব আব্দুর সাত্তার বেগ,কৃষি কর্মকর্তা জনাব মো: আল মামুন হাসান,উপস্থিত ছিলেন ইউ/পি চেয়ারম্যান জনাব পারুল,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক -জনাব বেনু মাধব রায়,জনাব মোজাহিদ বিন ইসলাম, জনাব আব্দুল কুদ্দুস চকদার মাখন, জনাব ফারুখ পাঠান, মিজানুর রহমান সহ রাজনৈতিক, সাংবাদিক, সম্মানিত ব্যক্তিবর্গ।
দুপুর ১ঘটিকার সময় কৃষি মেলার উদ্বোধন করেন মাননীয় বিমান প্রতিমন্ত্রী। তারপর তিনি কৃষি মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের সাথে তাদের সুবিধা -অসুবিধা নিয়ে খোলামেলা আলোচনা করেন। মাননীয় মন্ত্রী কৃষকদের আধুনিক কৃষি সরাঞ্জাম ব্যবহারে উৎসাহিত করেন।তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সারাদিয়ে কৃষি জমি অবাদ করতে হবে। কেন জমি খালি রাখা যাবে না।