মোঃআল আমিন,মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এক সিএনজি চালক নিহত হয়েছে।জানা যায়, শুক্রবার (২৬মে) ভোর সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া নামক স্থানে এক অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় একটি সিএনজির সামনের দিকে দুমড়ে মুচড়ে যায় এবং সিএনজির চালক গাড়ির ভিতরেই মারা যায়।নিহত সিএনজি চালক নোয়াপাড়া ইউ/পির কায়সার নগর এলাকার ছালেক মিয়ার ছেলে সাচ্চু মিয়া(৪০)।
স্থানীয়দের বক্তব্য হলো,কিছুদিন পর পরই এই এলাকায় দুর্ঘটনা ঘটে এই রোড যেন মরনফাঁদ হয়ে যাচ্ছে।আমরা খুব আতংকে এবং ভয়ে এই রাস্তায় যাতায়ত করি।
মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনতোষ মল্লিক জানান,ফায়ার সার্ভিস লাশটি উদ্ধার করে এবং নিহতের ফুফাত ভাই সাহেদ মিয়ার কাছে বুঝিয়ে দেয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বলেন,লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশে।